Home আইন-আদালত পাচারকালে ‍উদ্ধার বিপন্ন প্রজাতির ১১ মুখপোড়া হনুমান

পাচারকালে ‍উদ্ধার বিপন্ন প্রজাতির ১১ মুখপোড়া হনুমান

মুখপোড়া হনুমান্। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর মাতুয়াইল শামিমবাগ এলাকা এলাকা থেকে এগারোটি বিলুপ্ত প্রজাতির ‘মুখপোড়া হনুমান’ উদ্ধার করেছে বন‍্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। এ সময় পাচারে জড়িত থাকার অভিযোগে প্রাইভেট কারসহ তিনজনকে আটক করা হয়।

হনুমানগুলো চট্টগ্রাম থেকে কুষ্টিয়া নেয়া হচ্ছিল বলে আটকরা স্বীকার করেন। মাতুয়াইল শামিমবাগ রাস্তায় বৃহস্পতিবার সকালে ১১টার দিকে অভিযান চালানো হয়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে বন‍্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা ) আইন, ২০১২ এর ধারা ৩৪(খ) এবং ৩৯ মোতাবেক বন‍্যপ্রানী পরিদর্শক নিগার সুলতানা প্রশিকিউশন প্রদান করলে ভ্রাম্যমান আদালতের বিচারক ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র এসিস্ট‍্যান্ট কমিশনার ও এক্সিকিউটিভ ম‍্যাজিস্টেট অনিক সাহা ৩জনকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড এবং প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।  উদ্ধার করা হনুমানগুলো পরিপালনের জন্য  সাফারী পার্কে পাঠানোর নির্দেশ দেন।

মুখপোড়া হনুমান টাঙ্গাইলের পাতাঝরা বন এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগের মিশ্র চিরসবুজ বনের বাসিন্দা। এরা বৃক্ষচারী। চলাফেরা, খাবার সংগ্রহ, ঘুম, খেলাধুলা, বিশ্রাম, প্রজনন—সবকিছু গাছেই সম্পন্ন করে। শক্তপোক্ত একটি পুরুষের নেতৃত্বে দলের সব স্ত্রী, যুবক ও বাচ্চারা থাকে। এরা শান্তিপ্রিয়। দলবদ্ধ এই প্রাণীদের একেকটি দলে সচরাচর ২ থেকে ১৪টি প্রাণী থাকে।

বাংলাদেশে যে তিন প্রজাতির হনুমান পাওয়া যায় তার মধ্যে মুখপোড়া হনুমানের সংখ্যাই সবচেয়ে বেশি। টাঙ্গাইলের পাতাঝরা বন এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগের মিশ্র চিরসবুজ বনে এদের দেখা যায়। তবে বন-জঙ্গল ধ্বংসের কারণে দিনে দিনে প্রাণীটি আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশসহ পুরো বিশ্বে এরা বিপন্ন বলে বিবেচিত