বিজনেসটুডে২৪ ডেস্ক
এই জুতো সেই জুতো নয়, যেন জাদু জুতো। পায়ে পরলেই নিমেষে বহুদূর চলে যেতে পারবেন। এখন মনে হচ্ছে তো গুপী বাঘার সেই জাদু জুতো জোড়ার মতো কিছু কিনা, যা পায়ে গলিয়ে হাতে তালি দিলেই যেখানে মন চায় নিয়ে যাবে। না তেমনটা নয়, তবে এই জুতো পরে হাঁটলে একেবারে ঝড়ের গতিতে হাঁটা যাবে। ধরুন অফিস যেতে দেরি হয়েছে। আপনি পায়ে এই জুতো জোড়া গলিয়ে হনহনিয়ে হাঁটা শুরু করলেন। দেখবেন, এক একটা পদক্ষেপে অনেকটা এগিয়ে যাচ্ছেন। মানে সহজ কথায়, এই জুতো পরলে হাঁটার গতি একবারে অনেকটা বেড়ে যাবে।
আমেরিকার শিফট রোবোটিক ইঞ্জিনিয়ারিং সংস্থা এই জুতো তৈরি করেছে। এখন একেই বিশ্বের দ্রুতগতির জুতো বলা হচ্ছে। ব্যাটারিচালিত এই জুতোর নাম ‘মুনওয়াকার্স সু’ (World’s Fastest Shoes) । দেখতে অনেকটা স্কেটিং বোর্ডের মতো। সাধারণ জুতো মোটেই নয়। কৃত্রিম বুদ্ধিমহাঁটার গতি এক লাফে ২৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে।ত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স এবং বিশেষ ডেটা অ্যালগোরিদম দিয়ে এই জুতো বানানো হয়েছে। এটি পরলে হাঁটার গতি এক লাফে ২৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে।
শিফট রোবোটিক্সের প্রতিষ্ঠাতা এবং সিইও জুনজি ঝাং গত সপ্তাহে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই জুতোর খবর জানান. তিনি বলেছেন, এটি স্কেট নয় বরং জুতো (World’s Fastest Shoes) । স্কেটের মতোই ৮টি চাকা লাগানো আছে। আর চমকটা হল, ৩০০ ওয়াটের বৈদ্যুতিক মোটর লাগানো আছে জুতোর সঙ্গে। এই মোটর ব্যাটারিতে চলে। জুতোর গতি পায়ের স্টেপ অনুযায়ী ঠিক করে নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। সেই মতো হাঁটার গতি বাড়বে। যিনি খুব ধীরে হাঁটেন, তিনিও এই জুতো পরলে হনহনিয়ে সকলকে ছাড়িয়ে এগিয়ে যাবেন।
কবে নাগাদ বিশ্বের বাজারে এই জুতো আসতে চলেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে জুতো কিনতে গাঁটের কড়ি খসাতে হবে অনেকটাই। এক জোড়া জুতোর দাম পড়বে এক লাখ টাকার বেশি।