Home Second Lead মুনিয়ার মৃত্যু: পুলিশ প্রতিবেদনে নারাজি দেবেন বাদী নুসরাত

মুনিয়ার মৃত্যু: পুলিশ প্রতিবেদনে নারাজি দেবেন বাদী নুসরাত

বহুল আলোচিত কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যার ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ। এ মামলায় আনভীরকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে গুলশান থানা পুলিশ। তবে এ প্রতিবেদনের ব্যাপারে আদালতে নারাজি দিবেন বলে জানিয়েছেন মামলার বাদী মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া। তিনি বলেন, এটাতো অন্যায়। আমি আদালতে নারাজি দিবো।

গত ১৯শে জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। আজ বিষয়টি জানাজানি হয়। প্রতিবেদন দাখিলের বিষয় নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী । তিনি বলেন, আত্মহত্যা প্ররোচনা মামলায় সায়েম সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই চূড়ান্ত প্রতিবেদনে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ২৬শে এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে ২১ বছর বয়সী মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। পরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে আনভীরের বিরুদ্ধে মামলা করেন ওই তরুণীর বোন । আগামী ২৯শে জুলাই আদালতে এ মামলার তারিখ ধার্য্য রয়েছে। -ভয়েস অব আমেরিকা