Home আন্তর্জাতিক মুন্দ্রায় করাচির জাহাজে বিস্ফোরকের চালান

মুন্দ্রায় করাচির জাহাজে বিস্ফোরকের চালান

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভারতের গুজরাতের মুন্দ্রা বন্দরে পাকিস্তান থেকে চিনগামী জাহাজ হতে বিস্ফোরকের ‘অঘোষিত বিপজ্জনক চালান’ আটক করা হয়েছে গত বৃহস্পতিবার।

মুন্দ্রা বন্দর পরিচালনা করে আদানি পোর্টস অ্যান্ড এসইজেড । আদানি পোর্টস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ কয়েকটি কন্টেইনার সমেত ওই বিদেশী জাহাজটি মুন্দ্রা  বন্দরে আসতেই কাস্টমস এবং ডিআরআই-এর একটি যৌথ দল আটক করে। তাদের কাছে আগেই ওই জাহাজে ‘অঘোষিত বিপজ্জনক চালান’ রয়েছে বলে খবর ছিল। 

আদানি পোর্টস এই বিষয়ে এক বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ১৮ নভেম্বর, অর্থাৎ বৃহস্পতিবার ওই বিদেশী জাহাজ থেকে বেশ কয়েকটি কন্টেইনার বাজেয়াপ্ত করে। সেগুলির মধ্যে ‘অঘোষিত বিপজ্জনক পণ্য’ রয়েছে। মালবাহী জাহাজটি বিপজ্জনক নয় বলেই বন্দরে তালিকাভুক্ত করা হয়েছিল। কিন্তু, কাস্টমস এবং ডিআরআই-এর দলের বাজেয়াপ্ত করা কনটেইনারগুলিতে ‘হ্যাজার্ড ক্লাস সেভেন’ বলে চিহ্নিত ছিল। এই ধরণের চিহ্নিতকরণ, তেজস্ক্রিয় পদার্থ থাকলেই করা হয়। 

তবে ওই কন্টেইনারগুলি কিন্তু মুন্দ্রা বন্দর বা ভারতের অন্য কোনও বন্দরে আসছিল না। পাকিস্তানের করাচি থেকে সেগুলি জাহাজে করে পাঠানো হয়েছিল চিনের সাংহাই বন্দরের উদ্দেশ্যে। তবে মাঝপথে মুন্দ্রা বন্দরে জাহাজটি থামতেই, ভারতীয় কর্তৃপক্ষের হাতে ধরা পড়ে গেল। আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য কার্গোটি মুন্দ্রা বন্দরেই নামানো হয়েছে। 

গত সেপ্টেম্বর মাসে ১৯ হাজার কোটি টাকা দামের প্রায় তিন টন হেরোইন বাজেয়াপ্ত হয়েছিল এই মুন্দ্রা বন্দর থেকেই। সেই ঘটনার তদন্ত এখনও চলছে। আফগানিস্তান থেকে মাদক আমদানি করা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা। তার মধ্যেই এবার পাকিস্তান থেকে আসা একটি জাহাজে তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার হল।