বিজনেসটুডে২৪ ডেস্ক
চাঁদের মাটিতে পা রাখল জাপান। বিশ্বের পঞ্চম দেশ হিসেবে শুক্রবার এই কৃতিত্ব অর্জন করে তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, জাপানের চন্দ্রাভিযান মসৃণ হয়নি। চাঁদের মাটি ছুঁলেও যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে ‘মুন স্নাইপারে’। ফলে এই অভিযান কতটা সফল হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের মহাকাশযান ‘স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন’ (স্লিম) বা ‘মুন স্নাইপারে’ সৌরশক্তি পৌঁছোচ্ছে না। চন্দ্রপৃষ্ঠে রুটিন কাজ করার জন্য সৌরশক্তিই ভরসা। জাপানি ল্যান্ডারটিতে সেই সৌরশক্তি ব্যবহারকারী যন্ত্রে ত্রুটি দেখা দিয়েছে। অবিলম্বে তা ঠিক করা প্রয়োজন। না হলে চন্দ্রাভিযান ব্যর্থ হবে।
যদিও জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা (JAXA) এবিষয়ে জানিয়েছে, সৌরশক্তির অভাবে চাঁদের মাটিতে ঘুরে ঘুরে তথ্য অনুসন্ধান করতে না পারলেও তাদের এই অভিযানকে সফল ধরা হবে। কারণ চাঁদের মাটিতে তারা সফলভাবেই মহাকাশযান নামিয়েছে। এই মুহূর্তে জাপানের চন্দ্রযানটিতে যে সৌরশক্তি রয়েছে, তাতে কয়েক ঘণ্টা পর্যন্ত কাজ চলবে। তবে সৌরশক্তি ব্যবহারকারী যন্ত্রে কেন গোলযোগ দেখা দিল, তা নিয়ে পরীক্ষা চলছে। আপাতত ব্যাটারির শক্তিতে চলছে জাপানের ‘স্লিম’।
প্রসঙ্গত, গত বছর ২৩ অগাস্ট চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে। তার পাঁচ মাসের মধ্যে চন্দ্রাভিযানে সাফল্য পেল জাপান।