Home সারাদেশ মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে নিহত ১

মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে নিহত ১

ছবি সংগৃহীত

মুরাদনগর ( কুমিল্লা ) থেকে সংবাদদাতা: মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার স্বল্পা গ্রামে কালবৈশাখী ঝড়ে সিএনজি চালিত অটোরিকশার ওপর গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (২০ এপ্রিল) সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শিশু মিয়া (৬০)। তিনি  বাঙ্গরা থানা এলাকার খোশঘর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। আর আহতরা হলেন- চালক সবুজ ও যাত্রী নার্গিস আক্তার, ফাতেমা বেগম ও হাসান।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, সিএনজি চালিত অটোরিকশা করে রামচন্দ্রপুর থেকে শ্রীকাইল যাচ্ছিল চালকসহ পাঁচজন। এ সময় শলফা এলাকায় আসলে ঝড়ের কারণে একটি গাছ তাদের সিএনজি চালিত অটোরিকশার উপরে পড়ে। পরে স্থানীয়রা আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৬০ বছর বয়সী শিশু মিয়াকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশের উপ পরিদর্শক রনি চৌধুরি জানান, সকালে হঠাৎ কাল বৈশাখী ঝড় শুরু হলে চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে। এ সময় চালকসহ পাঁচজন আহত হয়। হাসপাতালে নেয়ার পথে বৃদ্ধ শিশু মিয়া মারা যান। আহতদের মধ্যে তার নাতী শিশু হোসাইনসহ আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।