বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: নগরীর মুরাদপুরে নালা দখল করে নির্মিত স্থাপনা আগামী রবিবারের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন।
বুধবার ক্যারাভান কর্মসূচিতে গিয়ে এই নির্দেশ দিয়ে বলেন, কেউ সরিয়ে নিতে ব্যর্থ হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও মালামাল জব্দ করা হবে।
চকবাজার ধুনিরপুল হতে রাহাত্তারপুল পর্যন্ত চসিক এর প্রকৌশল, বিদ্যুৎ ও পরিচ্ছন্ন বিভাগের সমন্বয়ে গঠিত টিম নিয়ে নগর সেবায় ক্যারাভান কার্যক্রমে এই নির্দেশ দেন।
ক্যারাভান কর্মসূচিতে তিনি বলেন, নগর সেবায় ক্যারাভান একটি সামাজিক আন্দোলন। এ আন্দোলনের সূত্র ধরে আমি সামাজিক মঙ্গল চাই। তাই নগরবাসীর প্রতি আহবান থাকবে এ আন্দোলনে শরীক হোন। আমি যে এলাকাগুলোতে যাচ্ছি, সেখানে সমস্যার সূত্রগুলোকে নির্মূল করার চেষ্টা করছি। যাতে পরের দিনই সে সমস্যাগুলো আবার তৈরি না হয়। আমি প্রশাসন এবং জনসাধারনকে অনুরোধ জানাবো আমার এ উদ্যোগে সারথী হোন।
এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে জনসাধারণ প্রশাসককে বিভিন্ন নাগরিক সমস্যা অবহিত করেন এবং ক্যারাভান কর্মসূচীর ভূঁয়সী প্রশংসা করেন। প্রশাসক উপস্থিত জনসাধারনকে নিয়মিত পৌরকর পরিশোধের অনুরোধ জানালে নাগরিকগন দুই হাত তুলে পৌরকর পরিশোধের অঙ্গীকার করেন।
এছাড়া প্রশাসক রাহাত্তারপুল এলাকায় একটি কাঠের মিলের অবৈধ কাঠ, গাছের গুঁড়ি নালা ও ফুটপাতের উপর রাখায় তা তাৎক্ষণিক সরিয়ে ফেলার নির্দেশ দেন।