Home আন্তর্জাতিক দক্ষিণ আফ্রিকার সমকামী ইমাম মুহসিন গুলিতে খুন

দক্ষিণ আফ্রিকার সমকামী ইমাম মুহসিন গুলিতে খুন

মুহসিন হেনড্রিকস। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলের জিকেবেরহা শহরে সমকামী ইমাম মুহসিন হেনড্রিকসকে শনিবার গুলি করে খুন করা হয়েছে। মুহসিন হেনড্রিকস ছিলেন পৃথিবীর প্রথম ঘোষিত সমকামী ইমাম। সমকামীদের জন্য দক্ষিণ আফ্রিকায় একটি মসজিদও নির্মাণ করেছিলেন এই ইমাম।

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইমাম মুহসিন হেনড্রিকস অন্য একজনের সঙ্গে একটি গাড়িতে ছিলেন, ঠিক তখনই একটি গাড়ি তাদের সামনে এসে থামে এবং অজ্ঞাত দুই সন্দেহভাজন মুখ ঢাকা অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে মুহসিনের গাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছুড়তে শুরু করে। পরে তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই গুলিতেই মারা যান ইমাম।

মুহসিন হেনড্রিকস

এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওর সত্যতা সংবাদ সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশের এক মুখপাত্র।

পুলিশের দাবি, সমকামী ইমাম মুহসিন হেনড্রিকসকে হত্যার উদ্দেশ্য এখনও জানা যায়নি। এ ঘটনা নিয়ে তদন্ত চলছে। আন্তর্জাতিক লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্স এবং ইন্টারসেক্স অ্যাসোসিয়েশন এই হত্যার নিন্দা করেছে।

১৯৯৬ সালে নিজেকে সমকামী বলে ঘোষণা করেছিলেন মুহসিন হেনড্রিকস। তাঁর জন্ম দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। এই শহরের কাছে সমকামীদের জন্য আল ঘুরবাহ নামের একটি মসজিদ নির্মাণ করেছিলেন এই ইমাম।

২০২২ সালে ‘দ্য র‍্যাডিক্যাল’ নামে একটি তথ্যচিত্রের বিষয় হেনড্রিকস পূর্বে তাঁর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করেছিলেন। তিনি সংবাদপত্র গার্ডিয়ানকে বলেছিলেন যে, তাঁকে দেহরক্ষী নিয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কখনও আক্রমণকে ভয় পাননি এবং জোর দিয়েছিলেন যে সত্য হওয়ার প্রয়োজনীয়তা, মৃত্যুর ভয়ের চেয়েও বেশি।

২৯ বছর বয়স পর্যন্ত হেনড্রিকস আরবি ভাষার শিক্ষক এবং ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করতেন। মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী হেনড্রিকস আগে একজন মহিলাকে বিয়ে করেছিলেন, সন্তান জন্ম দিয়েছিলেন। কিন্তু তাঁর বাবার মৃত্যুর আট বছর পর পরিবারের কাছে হেনড্রিকসের সমকামী সত্ত্বা প্রকাশ্যে আসে, ফলে বিবাহবিচ্ছেদ হয়।