Home Second Lead মুহূর্তেই ভাইরাল বিডা চেয়ারম্যানের বক্তব্য

মুহূর্তেই ভাইরাল বিডা চেয়ারম্যানের বক্তব্য

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন

প্রশংসায় ভাসছেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বুধবার (৯ এপ্রিল) বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এক্সিকিউটিভ চেয়ারম্যান, বিডা এর চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তথ্যবহুল ও সাবলীল ভাষায় প্রেজেন্টেশন দিয়ে দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরেন। তার বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়। বিলাসবহুল জীবন ছেড়ে দেশের প্রয়োজনে নিজেকে নানাভাবে উপস্থাপন করা আশিকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

প্রেজেন্টেশনের এক পর্যায়ে জুলাই-আগস্ট আন্দোলনে তরুণদের ভূমিকা নিয়ে তিনি বলেন, “এটা ছিলো ২০২৪ এর ৫ই অগাস্ট। দুর্ভোগ্যবশত আমি তখন সিঙ্গাপুরে ছিলাম কিন্তু আমার পরিবার এখানে ছিলো। আমার স্ত্রী এবং ভাই গ্রীষ্মের ছুটিতে দেশে এসেছিলো। তারা সকলেই রাস্তায় নেমে এসেছিলো আন্দোলনের অংশ হিসেবে। স্থানীয় সময় দুপুরের দিকে আমি তাঁদের জিজ্ঞেস করলাম ঢাকায় তখন কি ঘটছে। তারা তখন বললো, তারা একটি জনসমাগমের মধ্য দিয়ে যাচ্ছে। তখন তারা যেটি করলো তা হলো তারা সামনের দিকে তাকিয়ে একটা ছবি তুললো যেখানে দেখা যাচ্ছে তাঁদের সামনে কি রয়েছে। এবং পিছনে ঘুরলো, সেখানে দেখা যাচ্ছিলো তাঁদের পেছনে কি রয়েছে। আমাদের আসলে বুঝতে হবে আসলে সেখানে কি ঘটেছিলো।”

তিনি আরও বলেন, “তরুণরা সেদিন রাস্তায় নেমে এসেছিলো যাদের দাবী ছিলো স্বচ্ছতা, সম্ভাবনা, গণতন্ত্র ও বাকস্বাধীনতা। এবং এটাই আমাদেরকে আজ এ স্থানে নিয়ে এসেছে।”

সাম্প্রতিক সময়ে তার বেশ কিছু কাজ আলোচনায় এসেছে। এর মধ্যে স্টারলিংক ও নাসার সঙ্গে চুক্তি অন্যতম। বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশংসায় ভাসছেন তিনি।

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন শেষে বিনিয়োগ পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কর্মসংস্থান ও বিনিয়োগের বিষয়ে মতপার্থক্য থাকা উচিত নয় বলে মন্তব্য করে আশিক চৌধুরী বলেন, যে দলই ক্ষমতায় আসুক, বিনিয়োগের স্বার্থগুলো অপরিবর্তিত রাখতে চায় বিডা। সে লক্ষ্যে সব রাজনৈতিক দলকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশে বিনিয়োগে বিদেশিরা আগ্রহ দেখাচ্ছে জানিয়ে তিনি বলেন, ফার্মাসিউটিক্যাল, লাইট ইঞ্জিনিয়ারিং, আইটি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন সম্মেলনে অংশ নেওয়া বিনিয়োগকারীরা।

বিডার চেয়ারম্যান বলেন, চীনের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। তাদের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে এর মাধ্যমে ১৫ হাজার লোকের কর্মসংস্থান হবে।

এ ছাড়া মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের কাছে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের আগ্রহ দেখিয়েছে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড। সংস্থাটিকে সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ।