রাজাপুরের হাজারো মানুষের মানববন্ধন
ভোলা থেকে মহিউদ্দিন: মেঘনার রাক্ষুসী ছোবল থেকে ভিটে মাটি রক্ষার দাবীতে রাজাপুরের ভাঙ্গনকবলিত এলাকায় হাজারো মানুষের মানববন্ধন হয়েছে।
সোমবার (১৬মে) রাজাপুর ২নং ওয়ার্ডের জোরখাল এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভিটে মাটি রক্ষায় সিসি ব্লকের দাবী জানান রাজাপুরবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, এক সময়ের বিশাল আয়তনের রাজাপুরের ২৬টি মৌজার বিস্তীর্ণ এলাকা আজ মেঘনার গর্ভে বিলিন হয়ে গেছে। তাই অতিদ্রুত যদি সিসি ব্লক দিয়ে স্থায়ী বাঁধ অথবা জিওব্যাগ না দেওয়া হয় তাহলে এই বর্ষায় রাজাপুরের কয়েকটি প্রাইমারী স্কুলসহ আরও স্থাপনা বিলীন হয়ে যাবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী, ইউপি সদস্য মাসুদ রানা, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছাদেক ছোকদার, কলেজ ছাত্র আলামিনপ্রমুখ। মানববন্ধন শেষে সাংবাদিক আমির হোসেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা মিজান সর্দার, আলামিন সর্দারসহ ৫ জনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক বরাবর স্মাররকলিপি প্রদান করেছেন।