Home First Lead মেঘনার ৪ চরে হচ্ছে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র

মেঘনার ৪ চরে হচ্ছে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র

মেঘনার চর। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চাঁদপুর: চাঁদপুরের বিস্তীর্ণ এলাকাজুড়ে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র গড়ে তুলতে চায় জাপান-বাংলাদেশ যৌথ প্রতিষ্ঠান ‘ব্লু-রিভার আইল্যান্ড রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম লিমিটেড।প্রকল্পে আনুমানিক ব্যয় হবে প্রায় ৬ হাজার কোটি টাকা।

জাপানের কয়েকটি প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করবে বলে আশা করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ও বিষ্ণুপুর ইউনিয়ন মৌজার দাসাদী সংলগ্ন মেঘনা নদীর চারটি চরকে নিয়ে পর্যটনকেন্দ্র গড়ে তোলার প্রকল্প নিয়েছে ‘ব্লু-রিভার আইল্যান্ড রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম লিমিটেড।মোট জায়গা প্রয়োজন হবে ৬০০ একর।

নদী গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী রেজাউল করিমের নেতৃত্বে ৯জন বৈজ্ঞানিক কর্মকর্তা মঙ্গলবার প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে সাইট পরিদর্শন করেন।  এ সময় প্রকল্পটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সাগর মাহমুদ, ‘ব্লু-রিভার আইল্যান্ড রিসোর্ট এন্ড ট্যুরিজম লিমিটেড’-এর পরিচালক ইঞ্জিঃ মোঃ মুনসুর আলম মুন্না উপস্থিত ছিলেন।  

ইঞ্জিনিয়ার মুনসুর আলম মুন্না গবেষক টিমের কাছে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

সাগর মাহমুদ জানান, নদী গবেষণা কেন্দ্রের কাজ শেষ হওয়ার পর পরই এই প্রকল্পের কনস্ট্রাকশন কাজ শুরু করা হবে আশা করছি।

প্রকল্পে থাকবে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের জাদুঘর, পানির ওপর ভাসমান কটেজ, ৪ কিলোমিটার দীর্ঘ ক্যাবল কার, ট্র্যাডিশনাল কটেজ, স্টুডিও অ্যাপার্টমেন্ট, পাঁচতারকা হোটেল, থিম পার্ক, রিভার ক্রুজ, স্পিডবোট, হেলিকপ্টার, কনভেনশন হল, থিয়েটার, মিউজিয়াম, ইন্টারন্যাশনাল এক্সপো সেন্টার, মার্কেট, জিমনেসিয়াম, ইনডোর এবং আউটডোর গেমস, ক্রিকেট অ্যারোনা, সুইমিং ক্লাব, ওয়াটার রাইড, হসপিটাল, পার্টি সেন্টার, হলি কর্নার, রিসার্চ ইনস্টিটিউট, স্টাফ রেসিডেন্সিয়াল এরিয়া, এগ্রি ট্যুরিজম, গ্রিন এনার্জি, পর্যটন ডিপ্লোমা কোর্স স্কুল প্রভৃতি।

এ প্রসঙ্গে সাগর মাহমুদ বলেন, এই পর্যটন কেন্দ্রে প্রতিদিন লক্ষাধিক লোকের ভ্রমণের ব্যবস্থা ও ২০ হাজার পর্যটকের রাতযাপনের সুবিধা থাকবে। প্রায় ৫ হাজার লোকের কর্মসংস্থান হবে।