Home First Lead মেট্রোরেলের আরও ৮ বগি ও ৪ ইঞ্জিন মোংলায়

মেট্রোরেলের আরও ৮ বগি ও ৪ ইঞ্জিন মোংলায়

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

খুলনা: মেট্রোরেলের আরও একটি চালানে ৮টি বগি ও ৪টি ইঞ্জিন এসে পৌঁছেছে মোংলা বন্দরে।

থাই পতাকাবাহী ‘এসপিএম ব্যাংকক’ জাহাজে মঙ্গলবার বিকেলে পৌঁছেছে। সেদিন বিকেলেই জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে।

জাপানের কোবে বন্দর থেকে গত ১ ডিসেম্বর চালানটি শিপমেন্ট হয়। বগি এবং ইঞ্জিন ছাড়াও চালানে  রয়েছে ৪৪ প্যাকেজে ৪৯০ মেট্রিক টন সরঞ্জাম। এই নিয়ে

মোট সাতটি জাহাজে মেট্রোরেলের মোট ৬০টি বগি মোংলা বন্দরে এসেছে।মেট্রোরেলের আরও একটি চালান আসছে জানুয়ারিতে।  

২০২২ সালের মধ্যে মেট্রোরেলের আরও ৯০টি বগি ও ইঞ্জিন আসবে। বগি সংযোজন হয়ে ইতিমধ্যে পরীক্ষামূলক চালু হয়েছে মেট্রোরেল। ২০২২ সালের ডিসেম্বরে বাণিজ্যিকভাবে যাত্রী চলাচল করবে মেট্রোরেলে।