Home Uncategorized মেট্রোরেল: দেশে পৌঁছেছে দ্বিতীয় সেট

মেট্রোরেল: দেশে পৌঁছেছে দ্বিতীয় সেট


*তৃতীয় সেট আসবে ১৩ আগস্ট


বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বাংলাদেশে এসে পৌঁছেছে মেট্রোরেলের দ্বিতীয় সেট ট্রেন। জাপানের কোবে বন্দর থেকে ট্রেন বহনকারী জাহাজ এমভি ওশান গ্রেস রবিবার দুপুরে মোংলা বন্দরের জেটিতে ভেড়ে।
খালাসের পর ছোট জাহাজে (বার্জ) করে ট্রেনটি ঢাকায় আনা হবে। মেট্রোরেলের জন্য সবমিলে ২৪ সেট ট্রেন তৈরি করছে জাপানি প্রতিষ্ঠান কাওয়াসাকি-মিত্সুবিশি।
চুক্তি অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সবক’টি ট্রেন বাংলাদেশে সরবরাহের কথা এ জয়েন্ট ভেঞ্চারের।
মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে পাঁচ সেট ট্রেন সরবরাহের কথা ছিল কাওয়াসাকি-মিত্সুবিশির।
তবে প্রথম সেট ট্রেন ঢাকায় পৌঁছায় গত ২১ এপ্রিল। এ ট্রেন বর্তমানে উত্তরায় মেট্রোরেলের ডিপোর ভেতরে ওয়ার্কশপের ইন্সপেকশন ট্র্যাকে রাখা হয়েছে।
আগামীকাল ট্রেনটি পরিদর্শনের কথা রয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের।
মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, ওয়ার্কশপে ট্রেনের প্রতিটি কোচের ইন্ট্রিগ্রেটেড টেস্ট হবে। সবমিলে ১৯ ধরনের পরীক্ষা করা হবে। এসব করতে সময় লাগবে অন্তত দেড়-দুই মাস। তারপর ট্রায়াল হবে রান।
বাংলাদেশে আনার আগে ডিএমটিসিএলের একটি বিশেষজ্ঞ দল জাপান গিয়ে ট্রেনগুলো পরীক্ষার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে বিকল্প হিসেবে ততৃীয়পক্ষের মাধ্যমে ট্রেনগুলো পরিদর্শন করেছে কোম্পানিটি। ডিএমটিসিএলের পক্ষে ট্রেনগুলো পরিদর্শন করেছে জাপান ইন্টারন্যাশনাল কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। পরিদর্শন কার্যক্রম ঢাকা থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করেছেন ডিএমসিএলের কর্মকর্তারা।
প্রথম সেটের মতো দ্বিতীয় সেট ট্রেনটিও দিয়াবাড়ীর ওয়ার্কশপে রেখে প্রয়োজনীয় পরীক্ষাগুলো সম্পন্ন করার কথা জানিয়েছেন তারা। মেট্রোরেলের তৃতীয় সেট ট্রেনটি আগামী ১৩ জুন রওনা হয়ে ১৩ আগস্ট বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।