বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: করোনার সংক্রমণ উদ্বেগজনক পরিস্থিতির মাঝে শুক্রবার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২ এপ্রিল) সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে বাসে অর্ধেক যাত্রী পরিবহনের সরকারি সিদ্ধান্তের ফলে এ দিন রাজধানীতে গণপরিবহন সংকট সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের হাতে সময় নিয়ে বাসা থেকে বের হতে বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি জানান, করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মোতাবেক গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন করায় পরিবহন সংকট দেখা দিতে পারে। তাই পরিস্থিতি বিবেচনায় শুক্রবার মেডিকেল পরীক্ষার্থীদের সকাল ৮টার মধ্যে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।