Home সারাদেশ মেলান্দহে স্ত্রী হন্তা স্বামী গ্রেপ্তার

মেলান্দহে স্ত্রী হন্তা স্বামী গ্রেপ্তার

ঘাতক স্বামী জাকির হাসান
এমরান হোসেন, জামালপুর থেকে: জামালপুরের মেলান্দহে ইটভাটায় পড়ে থাকা মৌসুমী (২০) নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ঘাতক স্বামী জাকির হাসান (২২) কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহত মৌসুমী আক্তারের বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশহাজারী গ্রামে। আর জাকির হাসানের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার নাপিতেরচর এলাকায়। তাঁরা দুজন গাজীপুরের টঙ্গী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেখানেই তাঁদের পরিচয়, পরবর্তী সময়ে প্রেম ও বিয়ে হয়।
শুক্রবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে জামালপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার এম.এম সালাহ উদ্দীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তারা ঢাকার টঙ্গী এলাকায় বাসা ভাড়া নিয়ে ৫ মাস সংসার করেন। জাকির হাসানের গ্রামের বাড়িতেও তাঁরা কয়েক বার ছিলেন। পারিবারিক কলহের কারণে এক মাস আগে মৌসুমী আক্তার স্বামী জাকির হাসানকে তালাক দিয়ে গ্রামের বাড়িতে চলে যান। এতে ক্ষুব্ধ হন জাকির। তিনি মুঠোফোনে মৌসুমীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। আবারও দুজন ঘর–সংসারের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে কৌশলে জামালপুরে আনেন। পরে গত বুধবার রাতে অটোরিকশায় জাকির তাঁকে মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের দাউদপুর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় নিয়ে রড ও পরে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন এবং লাশ ফেলে সেখান থেকে পালিয়ে যান।
পুলিশ সুপার এম.এম সালাহ উদ্দীন আরও বলেন, তাঁরা দুজনই দরিদ্র পরিবারের সন্তান । বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। পরে মৌসুমী আক্তার রাগারাগি করে তাঁকে তালাক দিয়ে চলে যান। এতেই চরম ক্ষুব্ধ হন জাকির হাসান। কৌশলে মৌসুমীকে ডেকে এনে হত্যা করেন। হত্যার কথা স্বীকারও করেছেন জাকির। আটক ব্যক্তিকে মেলান্দহ থানায় হস্তান্তর করা হবে। থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার দাউদপুর এলাকার জামালপুর-ইসলামপুর সড়কের পাশের একটি পরিত্যক্ত ইটভাটার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।