বিজনেসটুডে২৪ ডেস্ক
বাস্তব কখনো কখনো সিনেমার গল্পকেও হার মানায়। ঠিক যেন সিনেমার মতো বিজ্ঞান মেলায় তোলা এক ছবি দেখেই এতিমখানায় বাস করা দুই বোন খুঁজে পেল তাদের ছোট বোনকে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ভারতের হায়দ্রাবাদের একটি এতিমখানার ১৪ ও ১২ বছর বয়সী ওই দুইবোন কর্তৃপক্ষকে জানায় যে বিজ্ঞান মেলায় তোলা একটি ছবির থাকা মেয়েকে তাদের কাছে পরিচিত মনে হচ্ছে। কর্তৃপক্ষ তখন তাদের সাথে ছবির মেয়েটির ডিএনএ পরীক্ষা করে। পরীক্ষায় দেখা যায় ছবির মেয়েটি আর কেউ নয়, তাদের হারিয়ে যাওয়া ছোটবোন।
ওই তিন বোনের বাবা তিন বছর আগে মারা যান এরপর বড় দুই বোনকে এতিমখানায় দিয়ে দেওয়া হয়। ছোট বোন তাদের দাদির সাথে থেকে যায়। তিন বছর পর বিভিন্ন এতিমখানার শিশুদের নিয়ে আয়োজিত বিজ্ঞানমেলায় তোলা একটি ছবি দেখে নিজের ছোটবোনকে চিনতে পারে ওই দুইবোন।
এ ব্যাপারে হায়দরাবাদ জেলা সমাজ কল্যাণ কর্মকর্তা আকেশ্বর রাও জানান, দুই বছর আগে ছোটবোনকে রাস্তায় পড়ে থাকতে দেখে সমাজ কল্যাণ কর্মকর্তা এতিমখানায় নিয়ে যায়। মেয়েটির দাদি মারা যাওয়ার পর থেকে সে রাস্তাতেই থাকত।