বিজনেসটুডে২৪ ডেস্ক
মেকআপ ছাড়া প্রতিযোগিতায় কেউ অংশগ্রহণ করেছেন, তা কখনও শোনাই যায়নি। মিস ওয়ার্ল্ড হোক বা মিস ইউনিভার্স বা যেকোনও দেশের প্রতিযোগীতা, কোনটাতেই বিনা মেকআপের প্রতিযোগীকে দেখা যায়নি। এবার ইতিহাস গড়ে প্রথম মেকআপ ছাড়াই মিস ইংল্যান্ড ফাইনালিস্ট হলেন ২০ বছরের মেলিসা রাউফ(Melisa Raouf)। মিস ইংল্যান্ডের খেতাব জিততে ৪০ জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবেন তিনি।
জানা গিয়েছে, ইংল্যান্ডের(England) বাসিন্দা মেলিসা রাউফ রাজনীতির ছাত্রী। মাত্র ২০ বছর বয়েসেই ফাইনালিস্টের তালিকায় রয়েছেন তিনি। চলতি বছরের অক্টোবর মাসে এই প্রতিযোগিতা শুরু হবে বলে জানা গিয়েছে। আর এই প্রতিযোগিতায় মেলিসাই প্রথম, যিনি বিনা মেকআপে অংশ নেবেন।