Home খেলাধুলা মেসিকে নিয়ে কোচ বায়ার্ন মিউনিখের অভিযোগ

মেসিকে নিয়ে কোচ বায়ার্ন মিউনিখের অভিযোগ

বিজনেসটুডে২৪ ডেস্ক:

ক্লাব থেকে বিদায় নেওয়ার পর মেসিকে নিয়ে এবার চাঞ্চল্যকর অভিযোগ সাবেক কোচ বায়ার্ন মিউনিখের। গোল ডটকমের এক খবরে জানা গেছে, সাবেক বার্সা কোচ নাকি মেসির সঙ্গে খুব একটা মানিয়ে চলতে পারতেন না। এর জন্য নাকি তাঁকে খুব সমস্যায় পড়তে হয়েছিল।

স্পেনের একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সেতিয়েন বলেন, ‘মেসির সঙ্গে মানিয়ে চলা কঠিন ছিল। সে বেশি কথাবার্তা বলতে পছন্দ করে না। তবে চলনে বলনে বুঝিয়ে দেয়, তাঁর পছন্দ মতোই চলতে হবে সবাইকে। বার্সার অনেক আধিনায়কই মানিয়ে চলতে পারেননি ওর সঙ্গে। আমি কী করে ওর মানসিকতা বদলাতে পারি? আমাকে খুব সমস্যায় পড়তে হয়েছিল।’

বর্তমান কোচ রোনাল্ড কোম্যানও খুব একটা ভালো অবস্থায় নেই। চলমান লা লিগায় বার্সেলোনা টানা চতুর্থ ম্যাচে জয় পায়নি। গত শনিবার ৩১ মিনিটে রিয়োখার গোলে এগিয়ে যায় আলাভেস। ৬৩ মিনিটে গ্রিজ়ম্যান সমতা ফেরান। মেজাজ হারিয়ে রেফারিকে লক্ষ্য করে বল ছোড়ার জন্য হলুদ কার্ড পান মেসি।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। তাই কোচের পদ থেকে ছাটাই করা হয়েছিল কিকে সেতিয়েনকে।