বিজনেসটুডে২৪ ডেস্ক
চ্যাম্পিয়ন হওয়ার পর মেসি সাংবাদিক সম্মেলনে আসেননি। কোচ লিওনেল স্কালোনি বলেছেন, মেসির সঙ্গে কথা বলব। ও কী চায় শুনব। সেইসঙ্গে স্কালোনি এও বলেছেন, এক বছর, দু’বছর আরও খেলা আর সামনের বিশ্বকাপ খেলার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে।
মেসি যখন কাতারে চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করলেন তখন তাঁর বয়স সাড়ে ৩৫ বছর। অর্থাৎ চার বছর পর তাঁর বয়স হবে সাড়ে ৩৯। ২০২৬-এর মে-জুন মাসে বিশ্বকাপ হলে সাড়েটা উঠে যাবে। ফলে ওই বয়সে বিশ্বকাপ খেলা কঠিন বলেই মত স্কালোনির।
আবার এও ঠিক অবিশ্বাস্য নয়। কাতারেই ৩৯ বছর বয়সে পর্তুগালের পেপে, ব্রাজিলের দানি আলভেসরা বিশ্বকাপ খেলেছেন। তাহলে মেসি নন কেন?
একথা ঠিক, এবারের বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিলেন মেসি।নিজে সাতটি গোল করেছেন। তিনটি করিয়েছেন। সেরা খেলোয়াড় হয়ে পেয়েছেন সোনার বল। তাঁর মোট বিশ্বকাপ গোল সংখ্যা দাঁড়াল ১৩টি। আর্জেন্টাইন জনতা মনেপ্রাণে চান, মেসি থেকে যান। কিন্তু তা কতদিন তাঁর উত্তর রয়েছে ভবিষ্যতের গর্ভেই।