বিজনেসটুডে২৪ সংবাদদাতা
মেহেরপুর: করোনা আক্রান্ত হয়ে আরো ২জনের মৃত্যু হয়েছে এখানে ।
বৃহস্পতিবার(১৭জুন) মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
তারা হলেন মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের শাহিনা খাতুন (৬০) এবং গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের আব্দুল হান্নান (৬১)। শাহিনা খাতুন গত ২ দিন আগে ও আব্দুল হান্নান গত ৮দিন আগে করোনা পজিটিভ নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন।
এনিয়ে মেহেরপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে । এদের মধ্যে সদর উপজেলায়-১২ জন, গাংনী- ১২ জন ও মুজিবনগর উপজেলার ৬ জন।
এদিকে বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনার রিপোর্ট দেয়া হয়। মেহেরপুর জেলায় একদিনেই ২০ জনের করোনা শনাক্ত হয়। বতর্মানে জেলায় করোনা আক্রান্ত ২৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন।