মেহেরপুর থেকে জাহিদ মাহমুদ: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর লকডাউন তদারকিতে মেহেরপুর সদর উপজেলার বন্দর, দফরপুর এবং চাঁদবিলের মোড়ে দুটি কফিশপ সহ দোকানে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেছেন সদর উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুল আলম।
শনিবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ৪ ব্যবসায়ীর নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপর একটি দোকান থেকে কেরামবোর্ড খেলার সময় ক্যারামবোর্ড জব্দ করা হয়েছে।
লকডাউন তদারকির সময় মেহেরপুর সদর উপজেলার বন্দর ভৈরব নদের কিনারে সুজনের কফি হাউজ এবং দফরপুরের মোড়ে সাহেদের কফিশপের দোকানে চা এবং কপি বিক্রি করার অপরাধে দোকান মালিকের নিকট থেকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই সাথে চাঁদবিলে দুটি চায়ের দোকানে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দঃবিঃ ২৫৯ ধারাই এ জরিমানা আদায় করা হয়। এসময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান, মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা, ইন্সপেক্টর সামদানী রসুল প্রমুখ উপস্থিত ছিলেন।