Home Second Lead মোংলার ৪ হাজার শ্রমিকের জন্য ত্রাণ

মোংলার ৪ হাজার শ্রমিকের জন্য ত্রাণ

মোংলা বন্দর। ফাইল ছবি

বিজনেসটেুডে২৪ প্রতিনিধি

খুলনা: চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে মোংলা বন্দরের ৪ হাজার কর্মহীন এবং আয় কমে যাওয়া শ্রমিককে ত্রাণ সামগ্রী দেয়া হবে কাল রবিবার।

এ সময় উপস্থিত থাকবেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান এবং মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু।

রিয়ার এডমিরাল এম শাহজাহান দায়িত্বভার গ্রহণ করেছেন গত বৃহস্পতিবার।

নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন রিয়ার এডমিরাল এম শাহজাহান

বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে  মোংলা বন্দরে জাহাজ যাতায়াত কমে গেছে। জেটিতে পণ্য ওঠানামার সাথে জড়িত কয়েক হাজার শ্রমিক কর্মচারী প্রায় কর্মহীন হয়ে পড়েছেন। এসব শ্রমিক ‘নো ওয়ার্ক নো পে’ ভিত্তিতে কাজ করেন পণ্য বোঝাই  ও খালাসের।  মোংলা বন্দরে প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৬টি জাহাজ থাকত। বর্তমানে তা ১০ থেকে ১১টি। তাতে জাহাজে এবং জেটিতে কাজ কমে গেছে।