প্রথম নামাজে জানাজা শুক্রবার সকাল সাড়ে ৯ টায় হিলভিউ আবাসিক এলাকার মসজিদে এবং দ্বিতীয় জানাজা বাদ জুমা রাউজান উপজেলার চিকদাইর গ্রামে
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: মেয়র হজ কাফেলা ট্যুরস এন্ড ট্রাভেলস-এর নির্বাহি পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক মাহাবুবুল আলম বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় নগরীর পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তার বয়স হয়েছিল প্রায় ৮৭। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা সহ অনেক আত্মীয়-স্বজন শুভাকাঙ্খী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মরহুম মাহাবুবুল আলম চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ( সিএসই )’র ডেপুটি জেনারেল ম্যানেজার ও ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান শাহরুজ আলম-এর পিতা।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাহাবুবুল আলমের প্রথম নামাজে জানাজা শুক্রবার সকাল সাড়ে ৯ টায় হিলভিউ আবাসিক এলাকার মসজিদে এবং দ্বিতীয় জানাজা বাদ জুমা রাউজান উপজেলার চিকদাইর গ্রামে অনুষ্ঠিত হবে। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মাহাবুবুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেয়র হজ্ব কাফেলার সভাপতি সাবেক চসিক মেয়র এম মনজুর আলম এবং নির্বাহী পরিচালক সাবেক চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন। এক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।