Home Third Lead জুনের মধ্যে চালু হচ্ছে মোংলা অর্থনৈতিক অঞ্চল

জুনের মধ্যে চালু হচ্ছে মোংলা অর্থনৈতিক অঞ্চল

বিজনেসটুডে২৪ ডেস্ক

আগামী জুনের মধ্যেই পণ্য উৎপাদন পরিকল্পনার অংশ হিসেবেই মোংলা অর্থনৈতিক অঞ্চলের কাজ এগিয়ে নেয়া হচ্ছে বলে জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
শুক্রবার (০৯ অক্টোবর) মোংলা অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে এ কথা বলেন নির্বাহী চেয়ারম্যান। গ্রিন অর্থনৈতিক অঞ্চল হিসেবে এই অঞ্চলকে পরিচিত করতে সবধরনের কাজ চলছে বলেও জানান তিনি।
২০৫ একর জায়গার উপর মোংলা অর্থনৈতিক অঞ্চলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের স্থাপনা তৈরির পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।
এ সময় সংশ্লিষ্টরা বলেন, কৌশলগত অবস্থানের কারণে এটি পরিণত হবে সবচেয়ে লাভজনক অর্থনৈতিক অঞ্চলে।