Home First Lead মোংলা এবারও রাজস্ব লক্ষ্য থেকে অনেক পিছিয়ে

মোংলা এবারও রাজস্ব লক্ষ্য থেকে অনেক পিছিয়ে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

খুলনা: সদ্য সমাপ্ত অর্থবছরেও মোংলা কাস্টম হাউসের রাজস্ব আয়ের লক্ষ্য অর্জিত হয়নি। ৫,১৭৫ কোটি টাকার বিপরীতে আয় হয়েছে ৩,৯৭৫ কোটি টাকা। অর্থাৎ প্রায় ১,২০০ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে।

অবশ্য, ২০১৯-২০২০ অর্থবছরেও লক্ষ্য অর্জিত হয়নি মোংলা কাস্টম হাউসে। তখন ৪ হাজার ৬৯২ কোটি টাকা রাজস্ব লক্ষ্যের বিপরীতে আদায় হয় ৩ হাজার ১৪৯ কোটি ৪৬ লাখ টাকা।

২০১৯-২০২০ অর্থবছরের তুলনায় রাজস্ব আয় কিছুটা বেশি হলেও লক্ষ্য পূরণ না হওয়ার কারণ হিসেবে মোংলা কাস্টমস কর্মকর্তারা জানান যে আমদানি-রপ্তানিযোগ্য বাল্ক কার্গো, ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল), এলপিজি (তরল গ্যাস) ও রিকন্ডিশন্ড গাড়ি এবং কন্টেইনারজাত পণ্যে নির্ভর করে কাস্টমসের আয়ের হার। প্রধানত রিকন্ডিশন্ড গাড়ি আমদানি খাত থেকে বেশি রাজস্ব আয় হয়। কিন্তু বিগত অর্থবছরে গাড়ি আমদানি ব্যাপক কমে গেছে। ১৪ হাজার ৪৭৪ গাড়ি আমদানি কম হওয়ায় রাজস্ব আদায় কমেছে। আবার অন্যান্য আমদানি-রপ্তানিও কমে গেছে করোনা পরিস্থিতিতে। তাই রাজস্ব আয়ের লক্ষ্য থেকে বেশ পিছিয়ে মোংলা কাস্টম হাউজ।

মোংলা কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ হোসেন আহমেদ বলেন, গত অর্থবছর ৫ হাজার ১৭৫ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যের বিপরীতে হয়েছে ৩ হাজার ৯৭৫ কোটি টাকা। পূর্ববর্তী অর্থবছরে অর্থাৎ ২০১৯-২০ অর্থবছরে ৪ হাজার ৬৯২ কোটি টাকা রাজস্ব লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছিল ৩ হাজার ১৪৯ কোটি ৪৬ লাখ টাকা।