Home Uncategorized মোংলা বন্দরের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মোংলা বন্দরের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মোংলা বন্দরের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। তবে এবার করোনা পরিস্থিতির কারণে স্বল্প পরিসরে উদযাপন করা হয়েছে বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী।

মঙ্গলবার(১ডিসেম্বর) বন্দরের প্রশাসনিক ভবন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সূচনা করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।

এরপর বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালী বন্দর এলাকা প্রদক্ষিণ করে।

পরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জানানো হয়, পদ্মা সেতু, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, মোংলা-খুলনা রেললাইন ও খানজাহান আলী বিমানবন্দরের কার্যক্রম দৃশ্যমান হওয়ার পাশাপাশি বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দরের সক্ষমতা বাড়াতে ১০টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তিনটি প্রকল্প অনুমোদন প্রক্রিয়াধীন আর বিবেচনাধীন রয়েছে ১৩টি প্রকল্প।

আরও জানানো হয়, প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ বাস্তবায়নে মোংলা বন্দর এগিয়ে যাওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এর প্রমাণ হলো গত নভেম্বর মাসে মোংলা বন্দরে ১০৬টি জাহাজের আগমন ঘটেছে। যা ৭০ বছরের ইতিহাসে রের্কড সৃষ্টি করেছে। এর আগে অক্টোবরে ৭০টি এবং সেপ্টেম্বরে ৮৩টি জাহাজ বন্দরে ভিড়েছে। বিগত বছরগুলোতে যেখানে মোট ৭০/৮০টি জাহাজ আসতো, এখন তা বৃদ্ধি পেয়ে প্রতিমাসেই তার চেয়েও বেশি জাহাজ আসছে। এটা সম্ভব হয়েছে বন্দরের ক্রমাগত উন্নয়নের জন্যই। বন্দরের সার্বক্ষণিক সেবাদান ও বিদ্যমান সুযোগ-সুবিধার কারণে ব্যবসায়ীরা এ বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন।