বিজনেসটুডে২৪ প্রতিনিধি
মোংলা: গাড়ি আমদানিকারকরা ঝুঁকেছেন দেশের দ্বিতীয় প্রধান সমুদ্রবন্দর মোংলার দিকে। বিশেষত পদ্মা সেতু চালু হওয়ার পর তারা অধিকতর আগ্রহী হয়েছেন মোংলার ব্যাপারে। এই প্রথম জাপান থেকে সরাসরি এক জাহাজ গাড়ি এখানে আসল।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন জানান, রিকন্ডিশন্ড গাড়িবোঝাই জাহাজ মালয়েশিয়ান পতাকাবাহী এমভি মালয়েশিয়া স্টার রবিবার সকালে ৬ নম্বর জেটিতে নোঙর ফেলেছে। জাহাজটি ১২৮০ ইউনিট গাড়ি নিয়ে এসেছে। জাপান থেকে গাড়িবোঝাই জাহাজের সরাসরি এখানে আসা এই প্রথম।
সিএন্ডএফ এজেন্টরা জানান, মোংলায় ইতিপূর্বেও গাড়ি নিয়ে জাহাজ এসেছে। তবে, তখন জাপান থেকে চট্টগ্রাম বন্দর গিয়ে সেখানে কিছু গাড়ি নামিয়ে তারপর এখানে আসত। গাড়ি আমদানি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা হলেন চট্টগ্রাম এবং ঢাকার। ঢাকা এবং চট্টগ্রামে তাদের সব শোরুম। রাজধানীর শোরুম মালিকরা চট্টগ্রাম বন্দর থেকে গাড়ি নিয়ে যেতেন ঢাকায়। পদ্মা সেতু চালুর পর মোংলা থেকে রাজধানীর দূরত্ব কমে যাওয়ায় ব্যয় কমে গেছে। তাছাড়া, গাড়ি রাখার ভাড়া চট্টগ্রাম বন্দরের তুলনায় মোংলায় কম। প্রধানত এই দুই কারণে মোংলা বন্দরের ব্যাপারে তাদের আগ্রহ বেড়ে গেছে।