বিজনেসটুডে২৪ প্রতিনিধি
মোংলা: মোংলা বন্দর-সংলগ্ন এলাকায় দুটি এলপিজি প্লান্টের মধ্যবর্তী স্থানে যাত্রী পরিবহন ঘাট নির্মাণে আপত্তি জানিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি)।
এলওএবি এই ঘাট অন্যত্র নির্মাণের অনুরোধ জানিয়ে গত মঙ্গলবার নৌ-পরিবহন মন্ত্রীকে চিঠি দিয়েছে। এর আগে গত ৩০ আগস্টও একই অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল এলপিজি অপারেটরদের সমিতি। বন্ধ থাকার পর সম্প্রতি ‘লাওডোব’ নামে এ ঘাট নির্মাণ কাজ শুরু হওয়ায় তারা আবারও এ বিষয়ে অনুরোধ জানাল।
অনুরোধপত্রে বলা হয়েছে, মোংলা বন্দরে দুটি এলপিজি প্লান্টের মধ্যবর্তী স্থানে স্থায়ী যাত্রী পরিবহন ঘাট স্থাপন মোংলা বন্দর এবং বন্দর-সংলগ্ন স্থাপিত সব এলপিজি স্থাপনার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। অত্যন্ত স্পর্শকাতর বিভিন্ন এলপিজি স্থাপনার মধ্যে অনিয়ন্ত্রিত যাত্রী পরিবহন ঘাট এলপিজি প্লান্টের নিরাপত্তায় যেমন হুমকি তৈরি করবে, তেমনি মোংলা বন্দরের জন্যও নিরাপদ নয়। এ ছাড়া এলপিজি পরিবহনকারী বিদেশি জাহাজও এ ধরনের যাত্রী পরিবহন ঘাট নির্মাণে আপত্তি উত্থাপন করতে পারে। এ ছাড়া ঘাট নির্মাণের কারণে সংলগ্ন জেটির তথা নদীর নাব্য কমে যাবে।