বিজনেসটুডে২৪ প্রতিনিধি
জয়পুরহাট: মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোসাদ্দেক হোসেন শিমুল (১৮) নামের এক স্কুল ছাত্রের নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন। শনিবার রাত ১০টার পরে ঢাকা-হিলি বাইপাস সড়কের বামনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোসাদ্দেক হোসেন শিমুল শহরের পাঁচুরচক এলাকার কুদ্দুস ফকিরের ছেলে ও রাজশাহী পলিটেকনিক কলেজের ১ম বর্ষের ছাত্র এবং আহত অপর দু’জন আরোহী লিটন ও শান্ত বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে ঢাকা-হিলি বাইপাস সড়কের বামনপুরে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মোসাদ্দেক হোসেন নিহত হয়। আর আহত অপর দু’জন আরোহী লিটন ও শান্তর জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আহতদের অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আলমগীর জাহান।