Home সারাদেশ ট্রাকের চাকার তলে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ট্রাকের চাকার তলে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সংগৃহীত ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: শহরের চৌহাট্টা এলাকায় ট্রাকের চাকায় পিষে মারা গেলেন এক মোটরসাইকেল আরোহী। শনিবার বিকেল ৫টায় আলপাইন রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. শহীদ আহমদ চৌধুরী। তিনি দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার অনাবিল ২১ বাসার বাসিন্দা ও পেশায় উবার চালক ।

স্থানীয়রা জানান, বেপরোয়া গতির একটি ট্রাক শহীদ আহমদ চৌধুরীর মোটরসাইকেলটিকে চাপা দিলে তার মাথার খুলি ফেটে মগজ রাস্তায় ছিটকে পড়ে।  ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে ট্রাকটি আটক করে।

কোতোয়ালি মডেল থানার ওসি জিয়াউল হক বলেন, দুর্ঘটনার সময় পাশেই চৌহাট্টা এলাকায় অবস্থান করছিলাম। ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ বিভৎস অবস্থায় দেখতে পাই। ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।