Home অন্যান্য মোটর সাইকেলে প্রেস স্টিকার, কোমরে ফিটিং ফেন্সিডিল

মোটর সাইকেলে প্রেস স্টিকার, কোমরে ফিটিং ফেন্সিডিল

বিজনেসটুডে২৪ সংবাদদাতা

যশোর: দামি মোটর সাইকেল। পেছনে লাগানো ‘প্রেস’ স্টিকার। আসল কাজ ফেন্সিডিল ও ইয়াবা পাচার। এ রকম একজনকে শনিবার দুপুরে পুটখালী সীমান্ত এলাকায় আটক বিজিবি।

নাম শেখ সেলিম। তিনি বেনাপোল পোর্ট থানাধীন পাটবাড়ি গ্রামের মৃত শেখ শাহজান আলীর ছেলে।

২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মনজুর এলাহী জানান, পুটখালী সীমান্ত দিয়ে মোটরসাইকেল যোগে বেনাপোলে আসার পথে বিজিবি সদস্যরা তাকে আটক করে। কোমরে ফিটিং অবস্থায় পাওয়া গেছে ৯৬ বোতল ফেনসিডিল । আটকের  পর সাংবাদিক পরিচয় দেন। দীর্ঘদিন ধরে তিনি এই কৌশলে ফেন্সিডিল পাচারে লিপ্ত।

উল্লেখ্য, মোটরসাইকেলে প্রেস স্টিকার লাগিয়ে বেশ কিছু মাদক ব্যবসায়ী ইদানীং ফেনসিডিল ইয়াবা পাচার কাজে নিয়োজিত বলে বিজিবি জানায়