Home সারাদেশ যশোরে মোরগ লড়াই

যশোরে মোরগ লড়াই

মোরগ লড়াই

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

যশোর:বর্ণাঢ্য আয়োজনে অতিবাহিত হয়েছে যশোর ইনস্টিটিউটের প্রাণপুরুষ রায় বাহাদুর যদুনাথ মজুমদারের স্মরণে উৎসবের ষষ্ঠ দিন। ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত সাত দিনের এ উৎসবে একর পর এক চমক পাচ্ছেন যশোরবাসী। বাংলার গ্রামীণ সংস্কৃতি আর ঐতিহ্যকে তুলে ধরতে লাঠিখেলার পর এবার শনিবার ষষ্ঠ দিনের উৎসবে বসে মোড়গ লড়াইয়ের আসর।

বিকেল চারটায় টাউন ক্লবের আয়োজনে টাউনহল মাঠে এ বিশেষ আয়োজন উপভোগ করেন ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু, সহকারী সাধারণ সম্পাদক রওশন আরা রাসুসহ পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দসহ অসংখ্য দর্শনার্থী। আয়োজক থেকে শুরু করে দর্শক সকলের মাঝে এ লড়াইকে কেন্দ্র করে সৃষ্টি হয় আনন্দ আবহ।

মোরগ লড়াই শেষে সন্ধ্যা সাড়ে ৫ টায় বিসরকার ঘূর্ণায়মান মঞ্চে লাইব্রেরি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় কবিতা পাঠ অনুষ্ঠান। সন্ধ্যা সাতটায় একই মঞ্চে সিআরসি বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাড়ে সাতটায় মঞ্চস্থ হয় নাটক দেবতা। নাট্যকলা সংসদের পরিবেশনায় সেখ সানিয়াত কবির বাবুর কাহিনী অবলম্বনে দেবতা নাটকের নাট্যরূপ ও নির্দেশনায় আছেন আলমগীর হোসেন বাবু।

আজ রোববার উৎসবের শেষ দিন। বিকেল চারটায় হাডুডু খেলার মাধ্যমে শুরু হবে শেষ দিনের আয়োজন। সন্ধ্যা সাড়ে পাঁচটায় আলোচনা এবং সাড়ে ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পর্দা নামবে এ উৎসবের।