বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বিএনপি নেতা মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। ইসি সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী এই গেজেট প্রকাশ করা হয়েছে।
এর আগে ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের কাছে মতামত জানতে চেয়েছিল নির্বাচন কমিশন, যে ইশরাক হোসেনের মেয়র পদে জয়ী হওয়ার রায় অনুযায়ী গেজেট প্রকাশ করা উচিত কি না। আইন মন্ত্রণালয় থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেন।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। তবে নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ এনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন একই বছরের ৩ মার্চ একটি মামলা দায়ের করেন। মামলায় তৎকালীন সিইসি কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়।
চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম রায় দেন, যেখানে শেখ ফজলে নূর তাপসের মেয়রত্বের গেজেট বাতিল করে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের বৈধ মেয়র হিসেবে ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।
ইশরাক হোসেন প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং ঢাকার রাজনীতিতে তাকে দলের তরুণ নেতৃত্বের অন্যতম মুখ হিসেবে দেখা হয়।
গেজেট প্রকাশের পর রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে এই পরিবর্তন। এখন দেখার বিষয়, ইশরাক হোসেন কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন এবং সামনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হবেন।
নির্বাচন: ১ ফেব্রুয়ারি, ২০২০
প্রথম ফলাফল: বিজয়ী শেখ ফজলে নূর তাপস (নৌকা প্রতীক)
মামলা: ৩ মার্চ, ২০২০ (ইশরাকের করা মামলা)
রায়: ২৭ মার্চ, ২০২৫ — ইশরাক হোসেন জয়ী ঘোষণা
গেজেট প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৫ (নির্বাচন কমিশন)
পরিচয়: ইশরাক হোসেন, বিএনপি নেতা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র