Home বিনোদন ভূতের খপ্পরে মৌনী রায়!

ভূতের খপ্পরে মৌনী রায়!

মৌনী রায়! ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক: বাঙালি মেয়ে মৌনী কেরিয়ার শুরু করেছিলেন ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে। তারপরেই টেলিভিশনে যাত্রা শুরু। এবং বর্তমানে বলিউডের উচ্চমানের পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে উঠেছেন।

মৌনী ২০০৬ সালে একতা কাপুর পরিচালিত ধারাবাহিক ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’ দিয়ে তাঁর অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর তাঁর ‘নাগিন’ দারুণ জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে। ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান’-এ খলনায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন মৌনী। তাঁর অভিনয় দর্শক থেকে সমালোচক মহলেও দারুণ প্রশংসিত হয়েছিল।

এবার তিনি ফিরছেন ভৌতিক ছবিতে। সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত, পালক তিওয়ারি ও সানি সিং-এর মতো অভিনেতারা। ছবির প্রযোজকের ভূমিকায় রয়েছেন দীপক মুকুট ও সঞ্জয় দত্ত। পরিচালনায় সিদ্ধান্ত সচদেব। ছবির অলৌকিক গল্পে মিশবে হাসির ফোয়ারা। শিবরাত্রির দিনই ছবির নাম ঘোষণা হবে বলে খবর। নিজের নতুন কাজের খবর সমাজমাধ্যমে ভাগ করে মৌনী লেখেন, ‘তাণ্ডব শুরু’।