Home সারাদেশ মৌলভীবাজারে ঘর পাচ্ছেন ১১৫১ পরিবার

মৌলভীবাজারে ঘর পাচ্ছেন ১১৫১ পরিবার

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান

তিমির বনিক

মৌলভীবাজার: প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এখানে দ্বিতীয় পর্যায়ে ১১৫১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে নতুন পাকা ঘর ও দুই শতক করে জমি।

এরমধ্যে ২০ জুন (রোববার) সকালে ৬৫৭টি পরিবারের কাছে জমিও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
শুক্রবার ১৮ জুন দুপুরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন,    শ্রীমঙ্গলের মাইজদিহি পাহাড় থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর সাথে সরাসরি যুক্ত হবে শ্রীমঙ্গল উপজেলা। সেখানে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি ও উপকারভোগী এবং সাংবাদিকরা উপস্থিত থাকবেন।
এছাড়া জেলার ৭টি উপজেলা প্রান্ত থেকে যুক্ত হবেন উপজেলা নির্বাহী অফিসারগণ, এসি ল্যান্ড, পিআইওসহ উপকারভোগী ও সাংবাদিকরা।   
মাইজদিহি প্রকল্পঃ
জেলা প্রশাসক জানান, মাইজদিহি প্রকল্পে ৩০০টি গৃহহীন পরিবারের ১৫০০ মানুষের জন্য নির্মাণ করা হয়েছে আশ্রয়ন। যেখানে রয়েছে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, সুপেয় পানি, বিদ্যালয়, মসজিদ-মন্দির, ফোর-জি ইন্টারনেট। পাশেই কমিউনিটি ক্লিনিক, বৃহত্তর বাজার, ইউডিসি-সহ সকল নাগরিক সুবিধা। রয়েছে সুবিধাভোগীদের ফসল ফলানোর জন্য শতাধিক একর খাসজমি। আছে শিশুদের খেলার উন্মুক্ত স্থান। যেখানে আগামী প্রজন্মের প্রায় ৬০০ শিশুর স্বপ্ন বড় হবে।


এছাড়া পুরো এলাকা সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কাজ চলছে। এতে আশ্রয়নটি ছায়াঘেরা-মায়াময় গ্রামে পরিণত হবে।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, ‘মাইজদিহি প্রকল্প’ যেন প্রধানমন্ত্রীর আমার গ্রাম আমার শহরের এক পরিপূর্ণ মডেল। চারদিকে পাহাড়-টিলা আর সবুজ ঘেরা মাজদিহি যেন হয়ে ওঠেছে পর্যটন জেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আরেক পর্যটন নগরী।
উল্লেখ্য, মৌলভীবাজারে প্রথম পর্যায়ে ১ হাজার ১২৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পেয়েছে।
আরও ৫৩৩৪০ পরিবার পাচ্ছে ভূমিসহ ঘর
প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় আরও ৫৩ হাজার ৩৪০টি পরিবার পাচ্ছে বিনামূল্যে দুই শতক জমি ও সেমিপাকা ঘর। আগামী ২০ জুন এই কার্যক্রমের উদ্বোধন করবেন দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।