Home সারাদেশ মৌলভীবাজারে শনাক্তের হার ৪১ শতাংশ

মৌলভীবাজারে শনাক্তের হার ৪১ শতাংশ

মৌলভীবাজার থেকে তিমিরি বনিক: মৌলভীবাজারে প্রতিদিনই করোনা আক্রান্ত হচ্ছেন মানুষ। সীমান্তবর্তী এলাকা মৌলভীবাজারের সর্বশেষ গত ২৪ ঘন্টায় ১১২টি নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪১ শতাংশ।

সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত মোট ২৯৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৫ জন। মোট সুস্থ হয়েছেন ২৬৩২ জন। 

সর্বশেষ আক্রান্ত ৪৬ জনের মধ্যে রাজনগরে ৪ জন, বড়লেখায় ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ীতে ৪ জন ও মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে আরও ৩০ জন। তবে আক্রান্তের সংখ্যা শূন্য মৌলভীবাজার সদর উপজেলা, কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলায়।

 এদিকে স্বাস্থ্যবিধি না মানায় জেলায় সোমবার ১৭২ জনকে ১ লক্ষ ৬ হাজার ৭০০ টাকা অর্থদন্ড দিয়েছেন করেছেন ভ্রাম্যমাণ আদালত।