ময়মনসিংহে ২৫০ মামলা, ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ময়মনসিংহ: লকডাউন বিধিনিষেধ কার্যকরে টহলে রহেছে সেনাবাহিনী,রবিজিবি, র্যাব।
সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় নগরীতে ২৫০টি মামলায় ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কড়া নজরদারির মধ্যদিয়ে কঠোরভাবে লকডাউন পালিত হচ্ছে ময়মনসিংহ নগরীতে। লকডাউনে বিধি নিষেধের প্রথম দিনেই জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে নগরীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল নজিরবিহীন। মোড়ে মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ টিম মাঠে থাকায় জনসাধারণ ও যানবাহন চলাচল ছিল কম। অযথা কেউ বের হলেই তাকে জবাবদিহি করতে হচ্ছে আইন প্রয়োগকারীদের কাছে। স্বাস্থ্যবিধি মেনে বাজার তদারকি করতে বিজিবিকে টহল দিতে দেখা গেছে।
নগরীর দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ থাকায় নগরীর প্রাণ কেন্দ্র ছিল একদম ফাঁকা।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, জেলায় ৩৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ প্লাটুন সেনাবাহিনী, ৮ প্লাটুন বিজিবিসহ র্যাব-পুলিশের ২২টি টিম মাঠে কাজ করছে।