Home সারাদেশ যাদুকাটায় দু’শিশুর সলিল সমাধির আশংকা

যাদুকাটায় দু’শিশুর সলিল সমাধির আশংকা



সুনামগঞ্জ থেকে জাহাঙ্গীর আলম ভূঁইয়া: তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীতে দু’শিশু নিখোঁজ হয়ে গেছে। তাদের সলিল সমাধি হয়েছে বলে আশংকা করা হচ্ছে।

নিখোঁজ দু’শিশু আপন ভাই। তারা বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিন বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের সবজি বিক্রিতা মস্তোফা মিয়ার ছেলে মেরাজুল ইসলাম (১০) ও খাইরুল ইসলাম(৬)। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিখোঁজ শিশুর পরিবার ও স্থানীয় এলাকাবাসী জানান, মঙ্গলবার উপজেলার দক্ষিন বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের বাজারে প্রতিদিনের মত সবজি বিক্রি করছিল মস্তোফা মিয়া। বিকাল ৫টার দিকে মস্তোফা মিয়ার ছোট ছেলে খাইরুল ইসলাম (৬) বাজার সংলগ্ন যাদুকাটা নদীর পশ্চিম দিকে ঘাটে বাদা নৌকায় উঠেছে দেখে বড় ছেলে মেরাজুল ইসলাম তার বাবাকে জানায়। তখন খাইরুলকে নিয়ে আসতে পাঠায় পিতা মস্তোফা মিয়া। কিন্তু তারপর থেকে তারও আর কোন খোঁজ নেই । এর পর তাদের ফিরতে দেরি হওয়ায় দোকান বন্ধ করে নদীতে গিয়ে আর কাউকেই খোঁজে পায়নি মস্তোফা।

বিশ্বম্ভরপুর থানা পুলিশকে অবগত করলে তারা ঘটনাস্থল পরির্দশন করে। এরপর থেকে বিশ্বম্ভরপুর ফায়ার সার্ভিস ও ডুবুরী দল নিউটন দাসের নেতৃত্বে শিশুদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এব্যপারে বিশ্বম্ভরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা সাদি উর রহিম জাদিদ বলেন, বিষয়টি জানানোর পর আমি সকালেই থানা পুলিশ ও ফায়ারসার্ভিসের একটি ডুবুরি দল নিয়ে ঘটনার স্থল পরিদর্শন করেছি। পরিবারের ভাষ্য মতে দুই শিশুই নদীর পানিতে পড়ে নিখোঁজ রয়েছে। স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় পুলিশ ও পায়ারসার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।