Home Second Lead যুক্তরাষ্ট্রে ১৫ বিদেশি শিক্ষার্থী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে ১৫ বিদেশি শিক্ষার্থী গ্রেপ্তার

বিজনেসটুডে২৪ ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের  ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) প্রতারণার অভিযোগে ১৫ বিদেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে বুধবার । এদের একজন বাংলাদেশি।

অপারেশন অপটিক্যাল ইলুশনে গ্রেপ্তার হয়েছে এরা।

স্টুডেন্ট ওয়ার্ক ভিসা দিয়েপ্রতারণাকরে যুক্তরাষ্ট্রে বসবাসের অভিযোগে এক বাংলাদেশিসহ মোট ১৫ বিদেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)

আইসিইএর কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষার্থীরা যেসব কোম্পানির হয়ে কর্মরত থাকার দাবি করেছিলেন তা আর বহাল নেই। এ ধরনের অভিবাসীদের সন্ধানে জানুয়ারি থেকে চলছে অপারেশন অপটিক্যাল ইল্যশন। গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মধ্যে ১১ জন ভারতীয়, দুই জন লিবিয়ান। বাকি দুজনের বাড়ি সেনেগাল এবং বাংলাদেশে।

আরও জানান, অঅভিবাসী যেকোনো শিক্ষার্থী তাদের শর্ত মানতে ব্যর্থ হলে অথবা লঙ্ঘন করলে গ্রেপ্তার হবেন এবং যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া হবে।