Home Third Lead ভারতের পালানোর সময় ধৃত যুগ্ম সচিব কিবরিয়া

ভারতের পালানোর সময় ধৃত যুগ্ম সচিব কিবরিয়া

এ কে এম জি কিবরিয়া মজুমদার। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া: জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের পুটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি এ সময়ে ভারতে পালাচ্ছিলেন।

সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, কিবরিয়া মজুমদার বেলা সাড়ে ১২টার দিকে ২০৫০/৮ এস পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন। সালদানদী বিওপির টহল দল সীমান্তের ৫০ গজ ভেতর থেকে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে সংশ্লিষ্টতার প্রেক্ষিতে ভারতের অনুপ্রবেশের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আসেন। তাকে কসবা থানায় সোপর্দ করা হয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

এ কে এম জি কিবরিয়া মজুমদার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন আহম্মদ মজুমদারের ছেলে। তিনি ঢাকার বাসাবো থানার সবুজবাগের দক্ষিণগাঁও এলাকায় থাকতেন। তিনি জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অধীন যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।