Home First Lead নেত্রকোণার বদর কমান্ডার খলিলের মৃত্যুদণ্ড

নেত্রকোণার বদর কমান্ডার খলিলের মৃত্যুদণ্ড

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে দায়েরকৃত মামলায় নেত্রকোনার আল-বদর কমান্ডার খলিলুর রহমানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

আজ বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা দেয়।  ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম। পলাতক খলিলুর রহমানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সময় নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা থানা এলাকায় ২২ জনকে হত্যা, একজনকে ধর্ষণসহ যুদ্ধাপরাধের পাঁচ ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল এ মামলায়।

রায়ে সবগুলো অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে চারটি অভিযোগে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের পক্ষে এ মামলায় শুনানি করেন রানা দাশগুপ্ত ও রেজিয়া সুলতানা চমন।

আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এম এইচ তামিম। যুক্তিতর্ক শুনানি শেষে গত ১৮ই জুলাই এ মামলার রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছিল।