বিজনসটুডে২৪ প্রতিনিধি, ফেনী: রবিবার ভোরে সোনাগাজী উপজেলার দক্ষিণ চরছান্দিয়া গ্রামের লন্ডনী পাড়ায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র সহ মিজানুর রহমান নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
গ্রেপ্তার মিজানুর দক্ষিণ চরছান্দিয়া গ্রামের মৃত আবদুল হালিমের পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের নাছির উদ্দীন লন্ডনির বাড়ি থেকে মিজানকে আটক করা হলে তার স্বীকারোক্তির ভিত্তিতে রাত ৩টায় যৌথবাহিনি অভিযান পরিচালনা করে ঘর থেকে একটি এলজি এবং একটি কার্তুজ উদ্ধার করা হয়।
ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ইনট্রেক প্রোপার্টিজের চেয়ারম্যান ফখরুল ইসলাম লন্ডনির ছোট ভাই মিজানুর। দীর্ঘ দিন চরছান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোশাররফ হোসেন মিলনের বিশ্বস্ত সহচর ছিলেন তিনি ।