- এবার স্টিল মিলের কাছে সার্ভিস চার্জ চাইলেন সিটি প্রশাসক
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: সিটি প্রশাসক আলহাজ খোরশেদ আলম সুজন বলেছেন, আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শহরে কন্টেইনার ডিপো স্থাপন করা হয়েছে। এসব ইয়ার্ডের কারণে যানজট হচ্ছে, বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (২০ অক্টোবর ) স্টিল মিল প্রতিনিদের সাথে সিটি কর্পোরেশনে বৈঠকে এ অভিমত ব্যক্ত করে বলেন, ২০ কিলোমিটার বাইরে কন্টেইনার ডিপো তৈরির কথা। তা না মেনে যেখানে সেখানে করা হয়েছে। পোর্ট কানেক্টিং সড়ককে ধারণক্ষমতার অতিরিক্ত চাপ বহন করতে হচ্ছে স্টিল মিলের ভারি গাড়িগুলোর। তাতে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য স্টিল মিল থেকে সার্ভিস চার্জ আশা করেন প্রশাসক।
প্রশাসক আরও বলেন, স্টিল মিলের লরিসমূহ পোর্ট কানেক্টিং রোড বেদখল করে থাকে। তাতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। দু’দিন পর এগুলোর বিরুদ্ধে কর্পোরেশন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বলে জানান। তার আগে ব্যবস্থা নেয়ার জন্য স্টিল মিলসমূহকে আহ্বান জানান।
বিএসআরএম’র পরিচালক তপন সেনগুপ্ত, কেএসআরএম’র পরিচালক সৈয়দ নজরুল আলম, আবুল খায়ের গ্রুপের বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) শহিদুল্লাহ চৌধুরী, জিপিএইচ ইস্পাতের মিডিয়া এ্যাডভাইজার অভিক ওসমান এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।