Home রকমারি সংবাদ যেসব রোগের সমাধান নিমপাতা

যেসব রোগের সমাধান নিমপাতা

বিজনেসটুডে২৪ ডেস্ক

ঔষধি গাছ নিমের ডাল, পাতা, রস, সবই কাজে লাগে। শুধু নিম দিয়েই নিরাময় হয় ২০টির বেশি রোগ। নিমের পাতা থেকে আজকাল প্রসাধনীও তৈরি হচ্ছে। নিমের কাঠও খুবই শক্ত। এ কাঠে কখনো ঘুণ ধরে না। পোকা বাসা বাঁধে না। নিমপাতার গুণাগুণ সম্পর্কের নানা লোকের নানা মত। তবে মাত্র কয়েকটা নিমপাতা নিয়মিত খেলে বিভিন্ন রোগের থেকে নিরাময় পাওয়া সম্ভব। যেমন-

শরীরের ব্যথা, কেটে গেলে, পুড়ে গেলে, কানব্যথা, মচকানো, মাথাব্যথা, জ্বর কমাতে নিমপাতা ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়।

শিশুদের পেটে কৃমি নির্মূল করতে নিমের জুড়ি নেই। শিশুরাই বেশি কৃমির শিকার হয়। এ জন্য ৫০ মিলিগ্রাম পরিমাণ নিম গাছের মূলের ছালের গুড়ো দিন তিন বার সামান্য গরম পানিসহ খেতে হবে। এতে খুব দারুণ উপায়ক হিসেবে কাজ করে।

নিমের পাতা ও ছালের গুড়ো কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাত মাজলে দাঁত হবে মজবুত। এছাড়া নিয়মিত এই মাজন ব্যবহারে রক্ষা পাবেন দাঁতের রোগ থেকেও।

নিম পাতা সিদ্ধ করে সেই পানি দিয়ে গোসল করলে খোস-পাচঁড়া চলে যায়। পাতা বা ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে চুলকানি ভালো হয়।

পোকা মাকড় কামড় দিলে বা হুল ফোঁটালে নিমের মূলের ছাল বা পাতা বেটে ক্ষত স্থানে লাগালে ব্যথা উপশম হবে।

সকালে খালি পেটে পাঁচটি গোলমরিচ ও ১০টি নিম পাতা বেটে খেলে তা ডায়াবেটিস কমাতে সাহায্য করে।