Home আন্তর্জাতিক ১৩ বছরের কিশোরের সন্তানের মা ৩১ বছরের আন্দ্রেয়া

১৩ বছরের কিশোরের সন্তানের মা ৩১ বছরের আন্দ্রেয়া

আন্দ্রেয়া সেরানো

বিজনেসটুডে২৪ ডেস্ক

১৩ বছরের কিশোরের সঙ্গে সঙ্গম?

বাচ্চা ছেলেটির সন্তানের মাও হয়েছেন ৩১ বছরের আন্দ্রেয়া সেরানো। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থা, যৌন নিগ্রহের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ, কিশোরের উপর জোর করে যৌন নির্যাতন করেন তিনি। সন্তানের মাও হন। এই অভিযোগে আন্দ্রেয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। কিন্তু এখন নাকি কিছুতেই জেলে যেতে রাজি হচ্ছেন না ওই মহিলা।

আন্দ্রেয়ার আইনজীবীর যুক্তি, তাঁর মক্কেল অপরাধী নন। হতে পারে কিশোরের সঙ্গে যৌনতায় (sexual relationship) জড়িয়েছিলেন। বিশ্বাসও নাকি ভেঙেছে তাঁর। কাজেই য়ৌন অপরাধী বলা যেতে পারে তাঁকে। সে জন্য কারাদণ্ড দেওয়ার মানে হয় না।

ওই কিশোরের পরিবার কিন্তু আন্দ্রেয়াকে হাজতবাস করাতে মরিয়া। ছেলেটির মা বলেছেন, ওইটুকু বাচ্চা ছেলের উপর জবরদস্তি যৌন নির্যাতন চালানো হয়েছে। এক কিশোরের সন্তানকে জন্মও দিয়েছেন ওই মহিলা। এই বয়সেই বাবা হয়েছে তাঁর ছেলে। তার কৈশোর নষ্ট করেছেন ওই মহিলা। শাস্তি তাঁকে পেতেই হবে।

এই নিয়ে মামলা চলছে। আপাতত ৭০ হাজার মার্কিন ডলারের বিনিময়ে জামিন পেয়েছেন আন্দ্রেয়া।