বিজনেসটুডে২৪ প্রতিনিধি
* ছিনতাইয়ের ঘটনায় তিন পুলিশ সদস্য গ্রেফতার।
* আসামীরা সবাই কক্সবাজার সদর থানায় কর্মরত ছিলেন।
কক্সবাজার: কক্সবাজারে বাড়িতে ঢুকে এক নারীকে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগে তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। এ ঘটনায় তিন পুলিশ সদস্য রক্ষক হয়ে ভক্ষকের কাজ করায় জননিরাপত্তা নিয়ে উদ্ধিগ্নতা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।
গ্রেপ্তারকৃত তিন পুলিশ সদস্য হলেন, কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুর হুদা ছিদ্দিকী, কনস্টেবল আমিনুল মমিন ও মামুন মোল্লা। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, সোমবার (০১ মার্চ) বিকালে কক্সবাজার শহরের মধ্যম কুতুবদিয়া পাড়ায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনের নামে মামলা করেছেন রোজিনা খাতুন নামে ওই নারী।
রোজিনার স্বামী রিয়াজ আহমেদ জানান, কক্সবাজারের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য আমার স্ত্রী আত্মীয়-স্বজনদের কাছ থেকে টাকা জোগাড় করে নিয়ে আসেন। আমার অনুপস্থিতিতে সোমবার বিকেলে অটোরিকশায় করে সাদা পোশাকে তিন ব্যক্তি বাসায় ঢুকে আমার স্ত্রী রোজিনাকে মারধর করে অস্ত্র ঠেকিয়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নেন।
রোজিনা খাতুন জানান, তিন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে অস্ত্র ঠেকিয়ে আমাকে ইয়াবা ব্যবসায়ী বলেন এবং আমার কাছে থাকা ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমার চিৎকারে আশপাশের লোকজন সেখানে জড়ো হতে থাকলে তারা পালিয়ে যান। এ সময় একজনকে স্থানীয় লোকজন আটক করে ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানান। পুলিশ সেখানে গিয়ে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।