Home বিনোদন রণবীর লাপাত্তা, ফোন সুইচ অফ

রণবীর লাপাত্তা, ফোন সুইচ অফ

রণবীর । ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক: মা-বাবার সঙ্গমে অংশ নিক সন্তানও! এই মন্তব্য করেই চরম বিতর্কের মুখে পড়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় ইউটিউবার তথা ইনফ্লুয়েন্সার রণবীর এলাহাবাদিয়া । তাঁর ইউটিউব চ্যানেল ‘বিয়ার বাইসেপ‘ (Beer Biceps) নামেই জনপ্রিয় তিনি। বিতর্কিত মন্তব্যের পরই উধাও রণবীর। মুম্বই পুলিশ থেকে শুরু করে অসম পুলিশ, সকলেই ঘুরে যাচ্ছেন তাঁর বাড়ির দরজার সামনে দিয়ে। বেপাত্তা রণবীর। ফোনও সুইচ অফ করা।

ইউটিউবের একটি কমেডি শোয়ে মা-বাবার সঙ্গম নিয়ে বিতর্কিত মন্তব্য করেই ফেঁসেছেন রণবীর এলাহাবাদিয়া। একাধিক রাজ্যে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে মুম্বইয়ের খার পুলিশ স্টেশনে তলব করা হয়েছিল। সেই সমন এড়ান রণবীর। এরপর শুক্রবারও ফের তলব করা হয় তাঁকে। এদিনও তলব এড়ানোয়, পুলিশ সোজা তাঁর বাড়িতে হাজির হয়, কিন্তু সেখানেও নেই ‘বিয়ার বাইসেপ’। দরজা তালাবন্ধ। ফোনও সুইচ অফ করা। এমনকী, রণবীরের আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না বলেই জানিয়েছে মুম্বই পুলিশ।

ভারতজুড়ে যত এফআইআর দায়ের হয়েছে তাঁর নামে, সবকটি একসঙ্গে শুনানির জন্য আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার। গুয়াহাটি পুলিশের হাতে গ্রেফতার হতে পারেন, এই আশঙ্কায় আগাম জামিনের আবেদনও করেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে দেয়।

এখনও পর্যন্ত মহারাষ্ট্র সাইবার সেল, মুম্বই পুলিশ ও অসম পুলিশ সমন পাঠিয়েছে রণবীর এলাহাবাদিয়া ও ২৯ জনকে। এর মধ্যে দুই ইউটিউবার আশীষ চঞ্চলানি ও অপূর্বা মাখিজার বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশ। কিন্তু বেপাত্তা বিতর্ক সৃষ্টিকারী রণবীর। প্রশ্ন উঠছে, গ্রেপ্তারি এড়াতে কি গা ঢাকা দিয়েছেন ‘বিয়ার বাইসেপ’?