Home বিনোদন গোপন কথা ফাঁস, আলিয়া রণবীরের প্রথম স্ত্রী নন!

গোপন কথা ফাঁস, আলিয়া রণবীরের প্রথম স্ত্রী নন!

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক: সম্প্রতি এক সাক্ষাৎকারে  বলিউড অভিনেতা রণবীর কাপুর বলেছেন, আলিয়ার আগেও একজনের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর।  রণবীর জানান, কেরিয়ারের শুরুর দিকে এক মহিলা ভক্ত তাঁকে বিয়ে করেছিলেন! আজও তিনি নিজেকে রণবীরের প্রথম স্ত্রী হিসেবেই মান্যতা দেন।

কিন্তু, মজার ব্যাপার রণবীর তাঁকে চাক্ষুস দেখেননি। তাহলে বিয়েটা হল কীভাবে? এদিকে আবার ‘প্রথম স্ত্রী’-কে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন রণবীর। বাড়ির গেটে দাঁড়িয়েই বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছিল।

রণবীর বলেন, “আমি সেই ভক্তকে ‘পাগল’ বলব না। কারণ এই শব্দটা নেতিবাচক অর্থে প্রয়োগ করা হয়। তবে কেরিয়ারের শুরুর দিকের একটা ঘটনা আমার মনে আছে। বাড়ির দারোয়ান আমাকে বলেছিলেন, একটি মেয়ে পুরোহিত নিয়ে এসে বাড়ির গেটেই বিয়ে করেছেন। আমি কিন্তু, তাঁকে দেখিওনি। ওই বাংলোতে আমি বাবা-মায়ের সঙ্গে থাকতাম। গেটে একটা তিলক আঁকা ছিল আর সঙ্গে কিছু ফুল। সেই সময় আমি শহরের বাইরে ছিলাম। ওই ঘটনায় আমি তো স্তম্ভিত। আজ পর্যন্ত আমি তাঁকে দেখিনি। তবে দেখার খুব ইচ্ছে। অধীর আগ্রহে সেই দিনটার জন্য অপেক্ষা করে আছি।”

 

 

যদিও অনুরাগীর এই কাণ্ডে একটুও অবাক হননি রণবীর। বরং খুশি হয়েছিলেন মনে মনে। কেরিয়ারের শুরুতেই এইরকম ভালবাসা পাওয়া সৌভাগ্যের ব্যাপার বলেই মনে করেন অভিনেতা।

আলিয়া ভাটের সঙ্গে বিয়ের আগে রণবীরের নাম জড়িয়েছিল বহু বলিউড অভিনেত্রীর সঙ্গে। তবে বিয়ে পর্যন্ত গড়ায়নি কোনও সম্পর্কই।‌