Home Third Lead পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রতন টাটার শেষকৃত্য সম্পন্ন

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রতন টাটার শেষকৃত্য সম্পন্ন

ছবি সংগৃহীত

মুম্বাই : ওরলি শ্মশানে বৃহস্পতিবার বিকেলে শেষকৃত্য সম্পন্ন হল শিল্পপতি রতন টাটার (Ratan Tata Funeral)। গান স্যালুটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এই মুহূর্তে দেশে না থাকায় রতন টাটার শেষকৃত্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের সব সরকারি ভবনের পতাকা অর্ধনমিতও থাকবে বলে জানানো হয়েছে।

এদিন বিকেল প্রায় সাড়ে ৪টা নাগাদ ওরলির অন্ত্যেষ্টিস্থলে আনা হয় টাটার দেহ। তার আগে নরিম্যান পয়েন্টে এনসিপিএ লনে কাচের বাক্সে রাখা ছিল তাঁর দেহ। বাক্সের উপর জড়ানো ছিল জাতীয় পতাকা। সামনে রাখা ছিল রতনের পরিচিত হাসিমুখের ছবি। এনসিপিএ লনে বহু মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান। প্রিয় মালিককে শেষ শ্রদ্ধা জানাতে এদিন সেখানে ছিল তাঁর পোষ্য গোয়া। পথকুকুরদের জন্য রতন টাটার ভালোবাসা ছিল সুবিদিত। তাই বহু পথকুকুরকে তিনি নিয়ে এসে ‘বম্বে হাউস’-এ রাখতেন। টাটার শেষকৃত্যে এদিন শা ছাড়াও ছিলেন মুখ্যমন্ত্রী শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন টাটা গোষ্ঠীর শীর্ষকর্তা থেকে দেশের বিশিষ্টজনেরা।

গতকাল রাতে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রতন টাটা। বয়সজনিত সমস্যা নিয়ে গত কয়েকদিন ধরে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সম্প্রতি খবর পাওয়া যায়, শারীরিক অবস্থার অবনতির কারণে বর্ষীয়ান এই শিল্পপতিকে মুম্বইয়ের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে সব জল্পনা উড়িয়ে শিল্পপতি পরে নিজেই জানিয়েছিলেন, সব খবর ভুয়ো। এরপর গতকাল রাতে তাঁর মৃত্যুর খবর আসে।