বিজনেসটুডে২৪ ডেস্ক
কলকাতা: দশমী পুজোর আগেই অঘটন ঘটে গেল কান্দির পার রসোড়া গ্রামের ঘোষ বাড়িতে। চুরি হয়ে গেল দুর্গা প্রতিমার সোনা গয়না ও রুপোর অস্ত্র। এমন ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
প্রায় ৯০০ বছরের প্রাচীন কান্দির পার রসোড়া গ্রামের ঘোষ বাড়ির দুর্গাপুজো। মঙ্গলবার সকাল ৫টা নাগাদ মন্দিরে দশমী আয়োজন করতে এসেছিলেন পরিবারের সদস্যরা। সেখানে গিয়ে তাঁরা দেখেন দেবী প্রতিমার গায়ের সোনার গয়না নেই। রুপো অস্ত্রও উধাও হয়ে গিয়েছে।
খবর ছড়িয়ে পড়তেই ভোর থেকে গোটা গ্রামে হইচই শুরু হয়ে যায়। কে বা কারা এই কাণ্ড ঘটাল তা খুঁজে বের করতে ডাকা হয় কান্দি থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির সদস্যদের।
ঘোষ বাড়ির সদস্যরা জানিয়েছেন, তাঁদের বাড়ির পুজো নিয়ে স্থানীয়দের মধ্যে আলাদা আবেগ রয়েছে। মঙ্গলবার ভোরে পুজোর আয়োজন করতে গিয়ে চোখ কপালে উঠে যায় তাঁদের। দেখেন, কেউ বা কারা দেবীর গা থেকে খুলে নেওয়া হয়েছে সোনার গয়না। চুরি হয়ে গিয়েছে রুপোর অস্ত্রও।
এদিকে পুজোর মুখে এ ঘটনায় রীতিনতো আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। তাঁরা বলছেন, এ ধরনের ঘটনা আগে কখন ঘটেনি।